Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

কর্মকর্তা ও কর্মচারীদের কার্যবন্টন তালিকা

ডিআইজি, খুলনা  রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা কার্যালয়ের কর্মকর্তাগণের দাপ্তরিক কার্যবন্টন

 

ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা

 

১. রেঞ্জাধীন জেলা সমূহের পুলিশ সুপারদের নৈমিত্তক ছুটি সংক্রান্ত কার্যাদি।

২. পুলিশ পরিদর্শক, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপারদের এসিআর সংক্রান্ত নথি।

৩. এএসআই, এসআই(নিঃ/সঃ), টিএসআই, সার্জেন্ট ইন্সপেক্টর ও তদুর্দ্ধ কর্মকর্তাদের বদলী, মনোনয়ন, ট্রেনিং সংক্রান্ত কার্যাদি।

৪. পুলিশ পরিদর্শক ও তদুর্দ্ধ পুলিশ কর্মকর্তাদের সকল প্রকার ছুটি সংক্রান্ত কার্যাদি।

৫. মন্ত্রনালয়/পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রাপ্ত সকল কার্যাদি।

৬. পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের লাম গ্রান্ড মঞ্জুরী সংক্রান্ত কার্যাদি।

৭. আরএএল সংক্রান্ত সকল কার্যাদি।

৮. গেজেটেড কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত সকল কার্যাদি।

৯. কনস্টেবল হতে এসআই পদ মর্যাদার কর্মকর্তা পর্যন্ত আপিল গ্রহণ/নিস্পত্তি করণ সংক্রান্ত কার্যাদি।

১০.এসআই পদ মর্যাদার কর্মকর্তাদের পুলিশ অফিসার্স (বিশেষ বিধান) অনুযায়ী বিভাগীয় মামলা রুজু ও নিস্পত্তি করণ।

১১. পুলিশ পরিদর্শকের বিভাগীয় মামলা সংক্রান্তে পুলিশ হেডকোয়ার্টার্সে প্রস্তাব প্রেরণ।

১২. দপ্তর কর্মচারী ও পুলিশ কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত সকল কার্যক্রম।

১৩. রেঞ্জাধীন জেলা সমূহের কর্মকর্তা/কর্মচারীদের বহিঃ বাংলাদেশ ছুটি সংক্রান্ত কার্যাদি।

১৪. প্রশাসনিক ট্রাইব্যুানাল হতে প্রাপ্ত সকল কার্যক্রম।

১৫. নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম।

১৬. রেঞ্জাধীণ জেলা সমূহের অস্ত্র, গুলি খারিজ সংক্রান্ত কার্যাদি।

১৭. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মনোনয়ন ও অন্যান্য কার্যাদি।

১৮. পুলিশ সুপারদের ভ্রমন ও পঞ্জিকা সম্পর্কীয় কার্যাদি।

১৯. পুলিশ সুপারদের ভ্রমন বিল সংক্রান্ত কার্যাদি।

২০. মাসিক আধা সরকারী পত্র প্রেরণ সংক্রান্ত কার্যাদি।

২১. খুলনা রেঞ্জাধীন জেলা/ইউনিট সমূহের যাবতীয় আইন শৃংখলা নিয়ন্ত্রণ, প্রতিরোধ মলূক ব্যবস্থা, পরিকল্পনা গ্রহণ ও উন্নয়ন সংক্রান্ত যাবতীয় দিক নির্দেশনা ও

     তদারকিকরণ।

২২. বাৎসরিক পরিদর্শন সূচী অনুযায়ী বার্ষিক/অর্ধ-বার্ষিক/দ্বি-বার্ষিক পরিদর্শন কার্য সম্পাদন।

২৩. রেঞ্জ অফিসের ৩য় শ্রেনীর দপ্তর কর্মচারীদের ছুটি/বাৎসরিক বেতন বৃদ্ধি ও বিভাগীয় ব্যবস্থা সংক্রান্ত কার্যাদি।

২৪. ডিআইজি, খুলনা রেঞ্জ কার্যালয়ের সকল কর্মকর্তা/কর্মচারীদের কর্মকান্ড তদারকি ও সমন্বয় করণ।

 

অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অপারেশন), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা।

 

১. রেঞ্জ অফিসের আয়ন ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করা।

২. ভিভিআইপি/ভিআইপিদের নিরাপত্তা ও আইন-শৃংখলা রক্ষার্থে ফোর্স মোতায়েন সংক্রান্ত কার্যাদি এবং বাংলাদেশ ব্যাংকের সরকারী খাজানা উত্তোলনের নিরাপত্তা সংক্রান্ত কার্যাদি।

৩. দাপ্তরিক ও ফোর্সের মাসিক/ত্রৈমাসিক বিবরণী প্রেরণ সংক্রান্ত কার্যাদি।

৪. কেপিআই নিরাপত্তা সংক্রান্ত সার্বিক কার্যাদি।

৫. কনস্টেবল এর বদলী/মনোনয়ন/ট্রেনিং ও অন্যান্য যাবতীয় কার্যাদি।

৬. রেঞ্জাধীন জেলা সমূহের ৪র্থ শ্রেনীর দাপ্তরিক কর্মচারীদের বদলী সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

৭. রেঞ্জ অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সকল ছুটি/বাৎসরকি ইনক্রিমেন্ট সংক্রান্ত কার্যাদি।

৮. রেঞ্জ অফিসে কর্মরত কনস্টেবল হতে এসআই পর্যন্ত পুলিশ সদস্যদের সকল ছুটি/বাৎসরিক ইনক্রিমেন্ট সংক্রান্ত কার্যাদি।

৯.  খুলনা রেঞ্জাধীন জেলা সমূহ হতে প্রাপ্ত পূর্ত নির্মাণ/মেরামত/অধিগ্রহণ/নতুন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ও ক্যাম্প স্থাপনের প্রস্তাব বিবেচনা করতঃ পুলিশ 

    হেডকোয়ার্টার্সে প্রেরণের ব্যবস্থা গ্রহণ।

১০.রেঞ্জ অফিসের যাবতীয় পূর্ত নির্মাণ/মেরামত/বৈদ্যুতিক/পানি ও পয়ঃনিস্কাশন সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

১১. বিভিন্ন জেলা হতে প্রাপ্ত পোষাক সেলাই/খাটিয়া ক্রয়ের/গাড়ী মেরামত ও অন্যান্য প্রস্তাব প্রেরণ সংক্রান্ত কার্যাদি।

১২. পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের রেশন সংক্রান্ত কার্যাদি।

১৩. পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের কল্যান তহবিল হতে অনুদান প্রাপ্ত সংক্রান্ত কার্যাদি।

১৪. পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের টাইম স্কেল/সিলেকশন গ্রেড প্রদান সংক্রান্ত কার্যক্রম।

১৫. স্বরাষ্ট্র মন্ত্রণালয়/পুলিশ হেডকোয়ার্টার্স হতে চাহিদা মোতাবেক দাপ্তরিক কর্মচারীদের তথ্যাদি সংক্রান্ত সংসদ প্রশ্নোত্তর কার্যাদি।

১৬. রেঞ্জাধীন জেলা সমূহে কর্মরত কনস্টেবল হতে এসআই পদ মর্যাদার অফিসারদের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

১৭. রেঞ্জ অফিসের বাৎসরিক টেন্ডার সম্পর্কীয় যাবতীয় কার্যাদি।

১৮. রেঞ্জ অফিসে কর্মরত কনস্টেবল ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের বিভাগীয় মামলা রুজু/নিস্পত্তি করণ সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

১৯. বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সকল কার্যাদি।

২০. এসআই নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

২১. এসআই(সঃ) এবং দপ্তর কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রতি স্বাক্ষর করা।

২২. বিশেষ অভিযান পরিকল্পনা বাস্তবায়ন ও তদারকি সংক্রান্ত কার্যাদি।

২৩. ফরমস ও স্টেশনারী সংক্রান্ত ইনডেন্ট, ক্রয় ও বিতরণ এবং হিসাব রেজিষ্টার তদারকি সংক্রান্ত কার্যাদি।

২৪. খুলনা রেঞ্জাধীণ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল এর যাবতীয় আইন-শৃংখলা নিয়ন্ত্রণ, প্রতিরোধ মূলক ব্যবস্থা, পরিকল্পনা গ্রহণ ও উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

২৫. ডিআইজি, খুলনা রেঞ্জ কর্তৃক প্রণীত সূচী অনুযায়ী বার্ষিক/অর্ধ-বার্ষিক/দ্বি-বার্ষিক পরিদর্শন কার্য সম্পাদন করা।

২৬. ডিআইজি, খুলনা রেঞ্জ এর অনুপস্থিততে ডাক ফাইল নিস্পত্তি করণ।

২৭. অতিরিক্ত পুলিশ সুপারদের ভ্রমন পঞ্জিকা সম্পর্কীয় কার্যাদি।

২৮. মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রধানমন্ত্রীর বৃত্তি তহবিল, টিকা প্রদান, হাসপাতাল সংক্রান্ত, আইটি বিষয়, স্বরনিকা প্রকাশ ও প্রশাসনিক সংক্রান্ত অন্যান্য কার্যাদি।

২৯. পিআরবি-৩৬ এর আলোকে ডিআইজি, খুলনা রেঞ্জ কর্তৃক ন্যাস্ত যে কোন দায়িত্ব পালন করবেন।

 

অতিরিক্ত ডিআইজি(অপরাধ), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা।

১. স্বরাষ্ট্র মন্ত্রণালয়/পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রাপ্ত অপরাধ সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

২. খুলনা রেঞ্জাধীন জেলা সমূহের অপরাধ সংক্রান্ত কার্যাদি।

৩. মাসিক/ত্রৈমাসিক অপরাধ সভা ও বিবরণী প্রেরণ সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

৪. নায়েক, হেডকং(নিঃ/সঃ) এর বদলী/মনোনয়ন/ট্রেনিং ও অন্যান্য যাবতীয় কার্যাদি।

৫. বিভাগীয় মনিটরিং সেল এর কার্যাদি।

৬. বিভাগীয় ক্রাইম প্রিভেনশন সেন্টার এর কার্যাদি।

৭. মহিলাদের প্রতি যৌন নিপীড়ন বিষয়ে অভিযোগ গ্রহণ সংক্রান্ত কমিটির কার্যাদি।

৮. স্বরাষ্ট্র মন্ত্রণালয়/পুলিশ হেডকোয়ার্টার্স হতে চাহিদা মোতাবেক অপরাধ সম্পর্কীত সংসদ প্রশ্নোত্তর কার্যাদি।

৯.খুলনা রেঞ্জাধীন জেলা সমূহ হতে প্রাপ্ত পাবলিক পিটিশন সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

১০. স্বরাষ্ট্র মন্ত্রণালয়/পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রাপ্ত ও রেঞ্জ অফিস কর্তৃক পেপার কাটিং সংক্রান্ত কার্যাদি।

১১. সড়ক দূর্ঘটনা সংক্রান্ত ডাটা এন্ট্রি ও সংরক্ষন কার্যাদি।

১২. সিআইডিতে মামলা স্থানান্তর সংক্রান্ত কার্যাদি।

১৩. খুলনা রেঞ্জাধীণ জেলা সমূহের অপরাধ নিয়ন্ত্রনে কমিউনিটি পুলিশের কার্যক্রম তদারকি ও ব্যবস্থা গ্রহণ।

১৪. ডিআইজি, খুলনা রেঞ্জ কর্তৃক প্রণীত সূচী অনুযায়ী বার্ষিক/অর্ধ-বার্ষিক/দ্বি-বার্ষিক পরিদর্শন কার্য সম্পাদন করা।

১৫. খুলনা রেঞ্জাধীন ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাংগা, মেহেরপুর এর যাবতীয় আইন-শৃংখলা নিয়ন্ত্রণ, প্রতিরোধ মূলক ব্যবস্থা, পরিকল্পনা গ্রহণ ও উন্নয়ন সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা গ্রহণ কার্যাদি।

১৬. এসআই(নিঃ), সার্জেন্ট, টিএসআইদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রতিস্বাক্ষর করা।

১৭. জেলা বিশেষ শাখার সকল কার্যক্রম তদারকি ও ব্যবস্থা গ্রহণ করা।

১৮. ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অপারেশন) এর অনুপস্থিতিতে ডাক ফাইল নিস্পত্তি করণ।

১৯. পুলিশ হেডঃ মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক অপরাধ পরিসংখ্যান ও অন্যান্য তথ্যাদি প্রেরণ সংক্রান্ত কার্যাদি তদারকি করণ।

২০. পুলিশ ও ওয়ারেন্ট সম্পর্কীয় কার্যাদি সম্পাদন।

২১. বৃক্ষরোপন/পলওয়েল ও অন্যান্য বিবিধ কার্যক্রম।

২২. পিআরবি-৩৬ এর আলোকে ডিআইজি, খুলনা রেঞ্জ কর্তৃক ন্যাস্ত যে কোন দায়িত্ব পালন করবেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা রেঞ্জ অফিস, খুলনা।

 

১। খুলনা রেঞ্জাধীন জেলা সমূহের অপরাধ সংক্রান্ত কার্যাদি।

২। মাসিক/ত্রৈমাসিক অপরাধ সভা ও বিবরণী তৈরী সংক্রান্ত কার্যাদি।

৩। স্বরাষ্ট্র মন্ত্রণালয়/পুলিশ হেডকোয়ার্টার্স হতে চাহিদা মোতাবেক অপরাধ সম্পর্কীত সংসদ প্রশ্নোত্তর তৈরী কাজে তদারকি।

৪। স্বরাষ্ট মন্ত্রণালয়/পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রাপ্ত অপরাধ সংক্রান্ত কার্যাদির তদারকি।

৫। বিভাগীয় মনিটরিং সেল এর সদস্য হিসাবে কার্যাদি।

৬। পিআরবি-৩৬ এর আলোকে ডিআইজি খুলনা রেঞ্জ কর্তৃক ন্যাস্ত যে কোন দায়িত্ব পালন।

 

সহকারী পুলিশ সুপার, ষ্টাফ অফিসার-টু-ডিআইজি, খুলনা রেঞ্জ, খুলনা।

 

১।       মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক এবং বিশেষ অপরাধ সম্মেলনের যাবতীয় কার্যাদি।

২।      অপরাধ শাখার যাবতীয় কার্যাদি ও প্রসিডিং এবং আপীল বিষয়ের যাবতীয় কাজের তদারকি।

৩।      পুলিশ সপ্তাহ সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

৪।      ডিআইজি ও অতিঃ ডিআইজি কর্তৃক নির্ধারিত যে কোন কাজ সম্পাদন করণ।

৫।      সকল অফিস সহকারীর কাজের তদারকি করন।

 

অপরাধ শাখাঃ- ইন্সপেক্টর

 

১।       অপরাধ শাখার যাবতীয় কার্যাদি।

২।      এসআর মামলা নথি রক্ষণাবেক্ষণ ও উপস্থাপন।

৩।      অপরাধ বিষয়ক বিভিন্ন মামলার নথি রক্ষণাবেক্ষণ ও উপস্থাপন।

৪।      সংসদ প্রশ্নোত্তর/পুলিশ হেডকোয়ার্টার্স হইতে চাহিত অপরাধ সংক্রান্তে তথ্যাদি প্রেরণ।

৫।      কমিউনিটি পুলিশিং বিষয়ক সংক্রান্ত সকল কার্যাদি।

৬।      অপরাধ পর্যালোচনা সভার যাবতীয় কার্যাদি প্রস্ত্তত ও উপস্থাপন।

৭।      উচ্চ আদালতের রিট মামলার জবাব প্রদান।

৮।      বিবিধ।

 

প্রধান সহকারী

 

১।         ভিভিআইপি/ভিআইপি/সার্কশীর্ষ সম্মেলন/জাতীয় সম্মেলন/ট্রেজারী স্কট ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে অফিসার ও ফোর্স মোতায়েন সংক্রান্তে সকল কার্যাদি।

২।         পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিপিএম/পিপিএম এবং অন্যান্য পদক ও পুরষ্কারের প্রস্তাব প্রেরণ।

৩।         আরএএল ও পিএএল সংক্রান্ত যাবতীয় তথ্যাদি উপস্থাপন।

৪।         পুলিশ সুপার/অতিঃ পুলিশ সুপারদের ছুটি সংক্রান্ত নথি।

৫।         এএসপি পদ হইতে পুলিশ সুপার পদমর্যাদার অফিসারদের বদলীর আদেন উপস্থাপন।

৬।         পুলিশ পরিদর্শক(নিঃ)/সশস্ত্র এবং টিআইদের বদলী, মনোনয়ন, ছুটি/এলপিআর ছুটি সংক্রান্ত যাবতীয় কাজ।

৭।         গেজেটেড কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন সংক্রান্তে প্রস্তাব প্রেরণ।

৮।         মুক্তিযোদ্ধা সংক্রান্ত।

৯।         বাৎসরিক টেন্ডার আহবান, মালামাল ক্রয়, ষ্টক ও বন্টন সংক্রান্ত রেজিষ্টার।

১০।       সকল দপ্তর কর্মচারীদের কাজের তদারকি।

১১।       হিসাব রক্ষক কর্তৃক তৈরীকৃত সমস্ত বিল যাচাই এবং ক্যাশিয়ারের দায়িত্ব পালন।

১২।       বিবিধ।

 

 

স্টেনো-১ঃ-

 

১।         ডিআইজি এর বিভিন্ন ইউনিট পরিদর্শন সংক্রান্তে সকল কার্যাদি।

২।         মাসিক আধা-সরকারী পত্র ও ডিআইজি এর ভ্রমণ নামচা প্রস্ত্ততকরণ।

৩।         পুলিশ পরিদর্শক হইতে তর্দুদ্ধ পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ রক্ষনা-বেক্ষন ও উপস্থাপন।

৪।         ডিআইজি এর ব্যক্তিগত ও সরকারী কার্য সম্পাদন।

৫।         গেজেটেড অফিসারদের এসিআর নথি রক্ষনা-বেক্ষন ও পিএএল সভায় পুলিশ পরিদর্শকদের এসিআর নথি উপস্থাপন।

৬।         রেঞ্জ অফিসে অনুষ্ঠিত বিভিন্ন সভার কার্যবিবরনী প্রস্ত্তত করন।

৭।         প্রশাসনিক প্রতিবেদন এবং সড়ক দূঘর্টনার ডাটাবেজ সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

৮।         এসবি/জেলা বিশেষ শাখা হইতে প্রেরিত রির্পোট সমূহ রক্ষনা-বেক্ষন ও উপস্থাপন।

৯।         বিবিধ।

 

স্টেনো-২ঃ-

 

১।         অতিঃ ডিআইজি এর বিভিন্ন ইউনিট পরিদর্শন সংক্রান্তে সকল কার্যাদি।

২।         অতিঃ ডিআইজি এর মাসিক ভ্রমণ নামচা প্রস্ত্ততকরণ।

৩।        পাবলিক পিটিশন সংক্রান্তে নথি রক্ষণাবেক্ষণ ও উপস্থাপন করা।

৪।         অতিঃ ডিআইজি এর ব্যক্তিগত সরকারী কার্য সম্পাদন।

৫।         কেপিআই পরিদর্শন, পেপার কাটিং সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

৬।         পুলিশ সুপার ও অতিঃ পুলিশ সুপারদের ভ্রমন সূচির উপর প্রয়োজনীয় কার্যক্রম।

৭।         বিবিধ।

 

হিসাব রক্ষক

 

১।         ডিআইজি/অতিঃ ডিআইজি/ষ্টাফ অফিসার/অফিস ষ্টাফ/লঞ্চ ষ্টাফদের বেতন ও ভাতাদি প্রদান সংক্রান্তে কার্যক্রম।

২।         বিভিন্ন গেজেটেড অফিসারদের দক্ষতা সীমা অতিরিক্ত বিষয়ক নথি।

৩।         গৃহ, মটর সাইকেল, জিপি ফান্ড, অগ্রীম ঋণ, পোষাক সেলাই ও বাদক দলের বাদ্য যন্ত্র বিষয়ক কার্যক্রম।

৪।         অডিট রিপোর্ট/লাইব্রেরী/পাঠাগার বিষয়ক যাবতীয় নথি।

৫।         আর.সি/পি.সি ও ক্যাশ বহি লিখন ও সংরক্ষণ করা এবং পুলিশ হেডকোয়ার্টার্স এ হিসাব সংক্রান্তে বিভিন্ন প্রতিবেদন প্রেরণ।

৬।         বাৎসরিক বর্ধিত বেতন/টাইমস্কেল সংক্রান্ত যাবতীয় কাজ।

৭।         রেঞ্জাধীন জেলার অডিট আপত্তি নিস্পত্তি করন।

৮।         অস্ত্র-গুলি ক্রয় ও অন্যান্য পত্রালাপ উপস্থাপন।

১০।       খুলনা রেঞ্জ অফিসের বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল পরিশোধ করণ।

১১।       খুলনা রেঞ্জ অফিসের নন-গেজেটেড কর্মচারীদের শ্রান্তি-বিনোদন ছুটি ফাইল।

১২।       বিবিধ।

 

সংস্থাপন শাখা

 

১।         রিসিভ-ডেসপাস।

২।         খুলনা রেঞ্জাধীণ জেলা/ইউনিট সমূহের দাপ্তরিক কর্মচারীদের নিয়োগ ও বদলী সংক্রান্ত কার্যাদি।

৩।         খুলনা রেঞ্জাধীণ জেলা সমূহের লঞ্চ ষ্টাফদের বদলী/নিয়োগ সংক্রান্ত কার্যাদি।

৪।         দাপ্তরিক কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত আরএএল সভায় উপস্থাপন সংক্রান্ত কার্যাদি।

৫।         নন-গেজেটেড কর্মচারীদের ছুটি মঞ্জুর ফাইল।

৬।         রেশন সংক্রান্ত নথি।

৭।         বিবিধ।

 

ফোর্স-১, দন্ড-শৃংখলা ও আপিল শাখা

 

১।         টিএসআই, আর্মড এসআই, এএসআইদের বদলী ও মনোনয়ন সংক্রান্ত সকল কার্যাদি।

২।         কনষ্টবল হইতে এসআই এবং মিনিষ্ট্রিয়াল ষ্টাফ’দের বিরুদ্ধে বিভাগীয় মামলার আপীল রিভিউ এবং বিভাগীয় মামলা সংক্রান্তে রীটের জবাব।

৩।         নন গেজেটেড কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত কার্যাদি।

৪।         বিভিন্ন পরীক্ষার অনুমতির আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে প্রেরণ।

৫।         বহিঃ বাংলাদেশ ছুটি।

৬।         ফোর্স এর মাসিক প্রতিবেদন তৈরীসহ প্রেরণ।

৭।         স্বাক্ষীর সমন সংক্রান্ত কার্যাদি।

৮।         বিবিধ।

 

ফোর্স-২

 

১।         এসআই(নিঃ) দের বদলী ও মনোনয়ন সংক্রান্ত কার্যাদি।

২।         এসআই(নিঃ) পদ হইতে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পরীক্ষা সংক্রান্ত কার্যাদি।

৩।         নন-গেজেটেড পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা/দক্ষতা নির্ণয় পরীক্ষা এবং ডিসি কোর্স সংক্রান্ত নথি।

৪।         সরাসরি এসআই(পুরুষ/মহিলা) পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

৫।         রেঞ্জাধীণ জেলা/ইউনিট সমূহের অস্ত্র-গোলাবারুদ খারিজ সংক্রান্ত কার্যাদি।

৬।         রেঞ্জাধীণ জেলা/ইউনিট সমূহের খেলা-ধুলা সংক্রান্ত কার্যাদি।

৭।         আযান-ক্বেরাত ও বৃক্ষ রোপন সংক্রান্ত কার্যাদি।

৮।         বিবিধ।

 

ফোর্স-৩

 

১।         সার্জেন্ট/হাবিলদার(সঃ/নিঃ) ও নায়েকদের বদলী ও মনোনয়ন কার্যাদি।

২।         সকল পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের ট্রেনিং সংক্রান্তে নথি।

৩।         মিশনে প্রেরনের সকল কার্য।

৪।         কনষ্টবল হতে এএসআই, এএসআই হতে এসআই এবং হেডকং(নিঃ/সঃ) দের পদোন্নতি সংক্রান্ত নথি রক্ষনা-বেক্ষন।

৫।         স্টেশনারী ও ফরম অফিস হতে মালামাল সংগ্রহ এবং স্টোক রেজিষ্ট্রার ও বিতরণ সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

৬।         বিবিধ।

           

ফোর্সঃ-৪

 

১।         খুলনা রেঞ্জাধীণ জেলা/ইউনিট সমূহের কনষ্টবলদের বদলী সংক্রান্ত কার্যাদি।

২।       খুলনা রেঞ্জ বহির্ভূত ইউনিট হতে আগত কনষ্টবলদের বদলী সংক্রান্ত কার্যাদি।

৩।         কনস্টেবলেদর মনোনয়ন প্রেরণ সংক্রান্ত কার্যাদি।

৪।         খুলনা রেঞ্জাধীণ জেলা সমূহে ট্রেইনি কনষ্টবল ভর্তি সংক্রান্ত কমিটি গঠন ও অন্যান্য কার্যাদি।

৫।       বিবিধ।

 

ইমারত শাখাঃ-

 

১।         খুলনা রেঞ্জাধীণ জেলা/ইউনিট সমূহে বিল্ডিং মেরামত/নির্মান সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

২।         খুলনা রেঞ্জাধীণ জেলা/ইউনিট সমূহে কাবিখা সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

৩।         খুলনা রেঞ্জাধীণ জেলা/ইউনিট সমূহে নতুন থানা/পুলিশ তদন্ত কেন্দ্র/ক্যাম্প স্থাপন সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

৪।         খুলনা রেঞ্জাধীণ জেলা/ইউনিট সমূহে জনবল বৃদ্দি সংক্রান্ত যাবতীয় কার্যাদি।

৫।         পুলিশ অফিসার্স এসোসিয়েশনের জমি উন্নয়ন সংক্রান্ত কার্যাদি।

৬।         পলওয়েল শেয়ার ক্রয় ও লভাংশ সংক্রান্ত কার্যাদি।

৭।         বিবিধ। 

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)